রিয়াল মাদ্রিদ ছেড়ে বছরের শুরুতে লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিঁওতে যোগ দিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড এন্ড্রিক ফিলিপি ডি সুজা। নতুন ক্লাবে এসে কথা বলেছেন স্প্যানিশ জায়ান্ট রিয়ালে নিজের অবস্থা নিয়ে। সেখানে ব্রাজিল দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির থেকে পরামর্শ পেয়েছিলেন। ফুটবলার হিসেবে এন্ড্রিককে খুশি দেখতে চান বলে মন্তব্য করেছিলেন আনচেলত্তি।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কোচ। ক্লাব ছাড়ার আগে আনচেলত্তির কাছে সরাসরি পরামর্শ চেয়েছিলেন এন্ড্রিক। আনচেলত্তির পরামর্শ সিদ্ধান্ত সহজ করেছে ১৯ বর্ষী তারকা স্ট্রাইকারের।
এন্ড্রিক বলেছেন, ‘আনচেলত্তির সাথে কথা বলেছিলাম এবং আমাকে পরামর্শ দিয়েছিল ফুটবলার হিসেবে উন্নতি করার। তার পরামর্শ আমার হৃদয় ছুঁয়েছিল। আমাকে বলেছিলেন নিজের উন্নতি করো, তোমাকে খুশি দেখতে চাই।’
‘আগেই সিদ্ধান্তটি নিয়ে রেখেছিলাম, যদিও তার সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ ছিল। রিয়াল মাদ্রিদে আনচেলত্তি কিংবদন্তি কোচ। ক্লাবে তাকে অনুসরণ করতাম এবং তিনি আমার ফুটবলের উন্নয়নে কাজ করতেন।’
আপাতত লিঁওতে নিজের কাজের উপর মনোযোগ রাখতে চান কৈশোর না পেরোনো তারকা স্ট্রাইকার। নতুন ক্লাব নিয়ে এন্ড্রিক বলেছেন, ‘এখন আমার কাজটা করতে চাই এবং লিঁওকে জিততে সাহায্য করতে চাই।’
ব্রাজিলের হয়ে আগেই অভিষেক হয়েছে এন্ড্রিকের। ১৪ ম্যাচ খেলে ৩ গোল করেছেন। রিয়াল ও তার আগের ক্লাব মিলে ১৩৮ ম্যাচ খেলেছেন এন্ড্রিক, ৩৭ গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট রয়েছে তার।









