Advertisements
একটা সময় বাবুই পাখির কিচিরমিচির শব্দে গ্রাম বাংলার মানুষের সকালবেলার ঘুম ভাঙতো। এক যুগ আগেও গ্রাম-গঞ্জের তাল গাছে দেখা যেত এদের নিপুণ শৈল্পিকতায় তৈরি বাসা। চমৎকার বাসা বুনে বাস করায় এ পাখির পরিচিতি বিশ্বজোড়া। কালের পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে হারাতে বসেছে এই দৃষ্টিনন্দন পাখির বাসা।







