জম্মু-কাশ্মীরে শুটিং করতে গিয়ে দুষ্কৃতিকারীর আক্রমণের শিকার হয়েছেন অভিনেতা ইমরান হাশমি। এমন খবর রটেছে। শোনা গেছে, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, ‘গ্রাউন্ড জিরো’-র শুটিং করতে কাশ্মীরে গিয়েছেন ইমরান হাশমি। সোমবার শুটিং শেষে পহেলগাঁও বাজারে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাকে আক্রমণ করে বসে দুষ্কৃতিকারীরা। পাথর ছুড়ে মারে তাকে। আর সেই আঘাতেই আহত হয়েছেন অভিনেতা।
এমন খবরও ছড়িয়েছে, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই গ্রেফতার হয়েছে একজন।
খবরের সত্যতা জানা যায়নি এখনও। এই বিষয়ে ইমরান এখনও মুখ খোলেননি।
শুটিংয়ের জন্য গত ২৪ আগস্ট থেকে কাশ্মীরে আছেন ইমরান হাশমি। সোশাল মিডিয়ায় নতুন ছবির শুটিং শুরুর কথা জানিয়েছেন ভক্তদের। তেজস দেওস্করের পরিচালনায় ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে এক সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। শেষবার সমীর মেহরার পরিচালনায় ‘চেহরে’ ছবিতে দেখা গেছে ইমরানকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস







