জম্মু-কাশ্মীরে শুটিং করতে গিয়ে দুষ্কৃতিকারীর আক্রমণের শিকার হয়েছেন অভিনেতা ইমরান হাশমি, সামাজিক মাধ্যমে এমন খবর ভাইরাল হয়েছে মঙ্গলবার সকালে। আরও রটেছে, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে খবরটি গুজব, এমনটাই জানালেন অভিনেতা।
‘গ্রাউন্ড জিরো’-র শুটিং করতে কাশ্মীরে গিয়েছেন ইমরান হাশমি। খবর ছড়ায় শুটিং শেষে পহেলগাঁও বাজারে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাকে আক্রমণ করে বসে দুষ্কৃতিকারীরা। তাদের ছোড়া পাথরে অভিনেতার আঘাত পাওয়ার গুজবও রটে। ইমরান জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং তার ওপর আক্রমণের খবর মিথ্যা।
টুইটারে ইমরান লিখেছেন, কাশ্মীরের মানুষ খুবই আন্তরিক। শ্রীনগর ও পহেলগাঁও-তে শুটিং করতে তার খুবই ভালো লাগছে। ইমরান আরও লিখেছেন, ‘পাথর ছুড়ে আমাকে আঘাত করার যেই খবরটি ছড়িয়েছে সেটি মিথ্যা।’
শুটিংয়ের জন্য গত ২৪ আগস্ট থেকে কাশ্মীরে আছেন ইমরান হাশমি। সোশাল মিডিয়ায় নতুন ছবির শুটিং শুরুর কথা জানিয়েছেন ভক্তদের। তেজস দেওস্করের পরিচালনায় ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে এক সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। শেষবার সমীর মেহরার পরিচালনায় ‘চেহরে’ ছবিতে দেখা গেছে ইমরানকে।
সূত্র: বলিউড লাইফ








