বিএনপির ডাকা সকাল সন্ধা হরতালের ফলে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বন্ধ রয়েছে সব ধরনের যানচলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের ও চাকরিজীবী মানুষ। বিকল্প হিসেবে সিএনজি, অটোরিক্সা ও অটোভ্যানে গাদাগাদি করে কর্মস্থলে যাচ্ছেন তারা। তবে এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
রোববার ২৯ অক্টোবর সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ঘুরে এমন দৃশ্য দেখা যায়। এর আগে গতকাল দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার সমাবেশ থেকে আজ সকাল সন্ধা হরতালের ডাক দেন।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল না করলেও পণ্যবাহী ট্রাক চলাচল করছে। যেকোন বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এপর্যন্ত কোথাও কোন সমস্যার সৃষ্টি হয়নি।








