ভারতের ইন্ডিগো পাইলট ফ্লাইটের মধ্যে তার মাকে বিশেষ সম্মান জানিয়েছেন। পাইলট হওয়ার স্বপ্ন পূরণে তার মায়ের বিশেষ সমর্থনের কথা স্বীকার করে তিনি বলেছেন, ‘এটা তোমার জন্যই হয়েছে।’
রোববার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের এক ইন্ডিগো পাইলট ফ্লাইটে তার মাকে সম্মান জানিয়ে একটি হৃদয়স্পর্শী ভিডিও করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ইন্ডিগোর ক্যাপ্টেন যশবন্ত ভার্মা যাত্রার সময় যাত্রীদের সাথে তার আন্তরিক কৃতজ্ঞতা শেয়ার করার জন্য একটু সময় নিলেন। তারপর তিনি বলতে শুরু করলেন, শুভ বিকাল, ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ। আপনাদের ক্যাপ্টেন যশবন্ত কথা বলছেন। আপনাদের ভ্রমণের জন্য ইন্ডিগোকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ’
তিনি বলেন, আজকের দিনটি আমার জন্য বিশেষ দিন। কারণ যিনি আমাকে এবং আমার পাইলট হওয়ার স্বপ্নকে সমর্থন করেছিলেন, তিনি আমার মা। তিনি প্রথমবারের মতো আমার সাথে এখানে ভ্রমণ করছেন। এসময় যাত্রীরা করতালি দিয়ে মাকে অভিনন্দন জানাতে দেখা গেছে।
এসময় তিনি বলেন, আমরা তিরুপতি বালাজির কাছে একটি প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। তাই পাইলট হওয়ার স্বপ্নটি কল্পনার বাইরে। কিন্তু আমার মা এগিয়ে এসেছিলেন। তার ঘুমহীন প্রতিটি রাত আর সংগ্রাম আমাকে এখনো ভাবায়। শুধুমাত্র তার কারণেই আমি একজন ক্যাপ্টেন হিসেবে দাঁড়িয়ে আছি, ফ্লাইট পরিচালনা করছি, সমস্ত দায়িত্ব নিচ্ছি, আমার স্বপ্নের জীবনযাপন করছি।
তার মায়ের দিকে ফিরে তিনি বললেন, শুধু এক কথায় আমি বলব, এগুলো সব তোমার কারণে। যদি তুমি না থাকতে, আমিও ভালো থাকতাম না, ভালো থাকবো না।









