অভিনেতা মামনুন ইমন তার স্ত্রী আয়েশা ইসলামকে নিয়ে একটি বিজ্ঞাপনে কাজ করলেন। এই ‘ভ্যালেন্টাইন ডে’ উপলক্ষে কসমেটিক্স ব্র্যান্ড ‘হারল্যান’-এর বিশেষ অফারের বিজ্ঞাপনে দেখা গেল তাদের!
রাকিব আহমেদের বানানো এই বিজ্ঞাপনটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে। যেখানে তাদের দম্পতি হিসেবে দেখা গেছে।
২০০৮ সালে আয়েশা ইসলামকে বিয়ে করেন ইমন। তাদের সংসারে দুই সন্তান। স্ত্রীকে নিয়ে বিশেষ দিবস ছাড়া সোশ্যাল মিডিয়াতে মোটেও সরব নন ইমন। প্রায় ১৭ বছরের সংসারে এবারই প্রথম বিজ্ঞাপনে হাজির হলেন আয়েশা।
কিন্তু কেন? ইমন বলেন, এটি প্রথমবার আমাদের অন স্ক্রিন কাজ। তবে শেষবার কি না জানিনা। ওয়াইফ বলে রোমান্টিক গল্পকেই বেছে নিয়েছি। প্রকাশের পর সবাই প্রশংসা করছেন।
তিনি বলেন, শুরুতে আয়েশা রাজি হচ্ছিল না। তখন ফটোশুটের কথা বলে নিয়ে যাই। তাছাড়া আয়েশা জানে রিমার্ক হারল্যানের প্রতি আমার দুর্বলতা রয়েছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমার অনেকদিনের ইচ্ছি ছিল, তাকে বুঝানো যে শুটিং করা এতো সহজ না। শুটিং করে সে বুঝতে পেরেছে, আমরা যে কোনো শুটিংয়ে কত কষ্ট করি।
সম্প্রতি ‘ময়নার চর’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন ইমন। শিগগির শুরু করবেন রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে নির্মিত নতুন ছবি ‘এপারে ওপারে’।









