নায়কোচিত ইমেজ থেকে বেরিয়ে প্রতিনিয়ত নতুন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন ইমন। ‘পাসওয়ার্ড’ ছবিতে অটিস্টিক, ‘বীরত্ব’তে ডাক্তার, ‘কাগজ’-এ লেখকের পর এবার নতুন ছবি ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’-এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মেজর জায়েদ চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।
শাহরিয়ার কবিরের কিশোর গোয়েন্দা গল্প অবলম্বনে এ ছবিতে ইমনের সঙ্গে আছেন অভিনেত্রী মিথিলা। এফডিসিতে ছবিটির শেষদিনের শুটিং চলছে।
গল্পে দেখা যাবে, একদল কিশোর পাহাড়ে গিয়ে চোরাকারবারিদের খপ্পরে পড়ে। তাদের উদ্ধার করতে পাহাড় জঙ্গলে বিজিবি মেজর হিসেবে অভিযানে ইমন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, প্রথম বিজিবি-এর মেজর চরিত্রে অভিনয় করছি। যেহেতু অভিযানের ছবি, এই জার্নি ও চরিত্র উপভোগ করছি।

”এখন যেসব চরিত্র করছি সবগুলোই নতুন। যখন গল্পটি পড়েছিলাম মনে হয়েছিল ছবি হওয়া উচিত। সেই গল্পে এবার ছবি করছি। তাছাড়া আমার করা প্রথম সরকারী অনুদানের ছবি ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। মিথিলার সঙ্গেও আমার প্রথম ছবি।”
অভিনেতা ইমনের কথা, আমাদের দেশে ‘দিপু নাম্বার ওয়ান’-এর মতো শিশুতোষ ছবি কম নির্মিত হয়। সেদিক থেকে বলা হয় এটি নতুন আরেক শিশুতোষ ছবি হচ্ছে। এদিক কাজটি আমার জন্য খুবই স্পেশাল।
অক্টোবরে চট্টগ্রামে শুরু হয়েছিল ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত ছবি ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’-এর শুটিং। পরিচালনা করছেন লুবনা শারমিন। আরও অভিনয় করছেন আহমেদ রুবেল, সুমন পাটোয়ারি, ফারুক আহমেদ প্রমুখ। চলতি বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।







