চিত্রনায়ক ইমন অভিনীত নতুন সিনেমা ‘ময়নার চর’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে এই অভিনেতা সিনেমাটির শুটিং শুরু করেছিলেন। লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারে সিনেমাটির বেশিরভাগ অংশের কাজ হয়। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান বাবু, ইমনের বিপরীতে অভিনয় করেছেন সুস্মি রহমান।
যুক্তরাষ্ট্র থেকে ইমন চ্যানেল আই অনলাইনকে বলেন, এই সিনেমায় আমি অভিনেতা হিসেবে ক্যারেক্টার প্লে করেছি। একেবারে বিস্তিন্ন প্রত্যন্ত চরে শীতে মধ্যে শুটিং করেছিলাম। সরকারী অনুদানের স্ক্রিপ্টে সর্বোচ্চ মার্কস পাওয়া সিনেমাগুলোর মধ্যে ময়নার চর একটি। এতো কষ্টের কাজটি যেহেতু কোনো ধরনের আপত্তি ছাড়াই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতি পেয়েছে, খবরটি শুনে নিজের মধ্যে অনেক শান্তি লাগছে।
ইমন জানান, তিনি ‘ময়নার চর’র জন্য অভিনেতা হিসেবে নতুন করে এক্সপেরিমেন্ট করেছেন, সিনেমাটি মুক্তির সম্ভব্য তারিখ ১৬ জানুয়ারি।

ইমন বলেন, পাসওয়ার্ড সিনেমায় এক্সপেরিমেন্ট ক্যারেকটার করে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছিলাম। তারপর সুযোগ পেলে এমন কাজ করি। এই বছর ‘মায়া’-তেও নিজেকে নতুন করে উপস্থাপন করার মেরিল-প্রথম আলোসহ দেশ বিদেশের অনেক পুরস্কার অর্জন করেছি। ‘ময়নার চর’ ছাড়াও আমার অন্য একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবগুলো সিনেমায় একটু আলাদা ইমনকে দেখতে পাবে দর্শক।
তিনি বলেন, মসলাদার বাণিজ্যিক ঘরানার বাইরে আমার জোনাকির আলো, গহীনের শব্দ, লাল টিপ প্রতিটি সিনেমাই বিভিন্ন সম্মাননা অর্জন করেছে। শুধু দেশে নয়, বিদেশ থেকেও বিভিন্ন সম্মান অর্জন করেছে। আমার বিশ্বাস, ‘ময়নার চর’ যখন মানুষ দেখবে দর্শক পছন্দ করবে।








