ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। তার সেঞ্চুরিতে ৩২৩ রানের বড় সংগ্রহে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। দ্বিতীয় ম্যাচে এটি তাদের প্রথম জয়।
দিনের অপর ম্যাচগুলোর মধ্যে জয় পেয়েছে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাব্বির রহমানের পারটেক্স স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলেছে মোহামেডান। পারটেক্স জিতেছে ৩ উইকেটে।
ইমনের ১২৪ বলে ১২৬ ও মোহাম্মদ মিথুনের ৭২ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩২৩ রান তোলে আবাহনী। জবাব দিতে নেমে গুলশান থামে ১৬১ রানে, আবাহনী জয় তোলে ১৬২ রানে। আসাদুজ্জামান পায়েল ৩ উইকেট ও আজিজুল হাকিম নেন ২ উইকেট।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও মোহামেডানের ম্যাচ তেমন জমেনি। আগে ব্যাট করা রূপগঞ্জ ৯ উইকেট হারিয়ে ২২ রান তোলে। পেসার ইবাদত হোসেন, স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট। জবাবে ৩ উইকেট হারিয়ে ২২৫ রান করে মোহামেডান। সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন।
দিনের অপর ম্যাচে জাকির হাসানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শামিম হোসেন (৬৯) ও শাহাদাত হোসেনের (৬৪) রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান তোলে। মোহর শেখ ও আলাউদ্দিন বাবু ২টি করে উইকেট নেন। জবাবে আলাউদ্দিন বাবুর ৭৮ ও অধিনায়ক সাব্বির রহমানের ৫৩ রানে ভর করে ৩০৩ রান তুলে জয় নিশ্চিত করে পারটেক্স।









