সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া ২৩ বাংলাদেশি নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই হামরাইয়া বন্দরের বহিঃনোঙ্গরে পৌঁছেছে।
এর আগে, গত শনিবার (১৩ এপ্রিল) সোমালিয়ার স্থানীয় সময় রাত ১২টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পায়। এরপরই জাহাজটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়।
উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আবুধাবি যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। এরপর থেকেই নাবিকদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশসহ আন্তর্জাতিক মহল।









