প্রথম সন্তানের মা হলেন ‘এমিলি ইন প্যারিস’ তারকা লিলি কলিন্স। সারোগেসির মাধ্যমে প্রথম সন্তানের জন্ম দিলেন তিনি। অভিনেত্রী লিলি কলিন্স এবং তার স্বামী, চলচ্চিত্র পরিচালক চার্লি ম্যাকডাউয়েল ইনস্টাগ্রামে এক যৌথ বার্তায় এই সুখবরটি নিশ্চিত করেন।
তারা লিখেছেন, “স্বাগতম আমাদের পৃথিবীর কেন্দ্রবিন্দু, টোভ জেন ম্যাকডাউয়েল।”
সন্তানের জন্ম দিতে সহায়তা করা সারোগেট মায়ের প্রতি এসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। বলেন,“সারোগেট এবং যারা এই যাত্রায় আমাদের সাহায্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কোনো শব্দই যথেষ্ট নয়।”
ইনস্টাগ্রামের ওই পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তারা। যেখানে তাদের নবজাতক কন্যাকে ঘুমন্ত অবস্থায় দেখা যায়, পাশে রাখা একটি কম্বলে তার নাম লেখা ছিল।
২০২১ সালে বিয়ে করেন লিলি কলিন্স ও চার্লি ম্যাকডাউয়েল।
গিল্ডফোর্ডে জন্ম নেওয়া এবং লস অ্যাঞ্জেলসে বেড়ে ওঠা লিলি কলিন্স ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। ২০২০ সালে তিনি নেটফ্লিক্সের জনপ্রিয় রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এ আমেরিকান মার্কেটিং এক্সিকিউটিভ এমিলি কুপারের চরিত্রে অভিনয় করেন। যা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এখন পর্যন্ত সিরিজটির চারটি সিজন এসেছে। খুব শিগগির আসছে এর পঞ্চম সিজন। –বিবিসি









