জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর পঞ্চম সিজনের শুটিং চলাকালীন মৃত্যু হলো সহকারী পরিচালক দিয়েগো বোরেলার। বৃহস্পতিবার (২১ আগস্ট) শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর।
ইতালির স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাব্লিকা, ইল মেসাজারো এবং কোরিয়েরে দেলা সেরা জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ভেনিসে ‘এমিলি ইন প্যারিস’-এর পঞ্চম সিজনের শুটিং চলাকালে হঠাৎ অচেতন হয়ে পড়েন বোরেলা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে ভেনিসের ঐতিহ্যবাহী হোটেল দানিয়েলির ভেতরে একটি ক্লাইমেক্স দৃশ্যের প্রস্তুতির সময়। সেটে উপস্থিত চিকিৎসক ও মেডিকেল স্টাফ তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।
এই ঘটনার পর এমিলি ইন প্যারিস-এর পঞ্চম সিজনের শুটিং স্থগিত করা হয়েছে।
দিয়েগো বোরেলা একজন অভিজ্ঞ ভেনিসীয় পেশাজীবী ছিলেন। রোম, লন্ডন ও নিউ ইয়র্কে কাজের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। পাশাপাশি ভিজ্যুয়াল আর্টস এবং সাহিত্য জগতেও কাজ করেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ‘এমিলি ইন প্যারিস’-এর শুটিংয়ের কাজে ভেনিসে অবস্থান করছিলেন তিনি।
বোরেলার মৃত্যুর কয়েকদিন আগেই সিরিজটির নায়িকা লিলি কলিন্স ভেনিসে শুটিংয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেখানেই তাকে সহ-অভিনেত্রী অ্যাশলে পার্ক-এর সঙ্গে নৌকায় ও ভেনিসের পিয়ারে দেখা যায়।
এদিকে নেটফ্লিক্স ও সিরিজটির প্রযোজনা সংস্থা ড্যারেন স্টার প্রোডাকশনস, জ্যাক্স মিডিয়া এবং এমটিভি এন্টারটেইনমেন্ট স্টুডিওস এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি। পিওপল.কম









