ইমার্জিং এশিয়া কাপে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। আসরে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বল হাতে খুব একটা ভালো করতে পারেনি সাইফ হাসানের দল। ব্যাট হাতে লড়াই করেও শেষঅবধি শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪৮ রানে হেরেছে ইমার্জিং টাইগার বাহিনী।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৩৪৯ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে নেমে আশা জাগিয়েও ৪৮.৩ ওভারে ৩০১ রানে সবকটি উইকেট হারিয়ে থামে বাংলাদেশের ইনিংস।
টস হেরে ব্যাটে নেমে সেঞ্চুরি তুলে নেন ওপেনার আভিস্কা ফার্নান্দো। ১২৪ বলে ১৩৩ রান করেন তিনি। মিনোদ ভানুকার ৫৭ ও পাসিন্দু সুরিয়াবান্দারার ৪৩ রানে ৮ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ পায় স্বাগতিক দল।
টাইগারদের হয়ে তিনটি করে উইকেট নেন সৌম্য সরকার ও রিপন মণ্ডল। একটি করে উইকেট নেন রাকিবুল ও মেহেদী।
জবাবে শুরুটা ভালোই পেয়েছিল বাংলাদেশ। ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। একপ্রান্ত দিয়ে দ্রুত গতিতে তামিম রান তুললেও অন্যপ্রান্তে মন্থর ছিলেন নাঈম। প্রথম ১৯ বলে ৯ রান, টানা দুই ছক্কা মেরে আশা জাগালেও ২৫ বলে ২২ রান করে ফেরেন সাজঘরে। ৩৭ বলে ৫১ রান করে আউট হয়ে যান ঝড়ো শুরু করা তামিমও।
সাইফ হাসান, সৌম্য ও রাকিবুল হাসানের ব্যাটে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখলেও ইনিংস থামে ৪৮.৩ ওভারে ৩০১ রানে। ৪৬ বলে ৫৩ রান করেন সাইফ। সৌম্য করেন ৪৬ বলে ৪২ রান। ৩৬ বলে ৪০ রান করেন বাঁহাতি স্পিনার রাকিবুল।
শ্রীলঙ্কার হয়ে প্রমোদ মাদুশান ও দুশান হেমন্ত নেন তিনটি করে উইকেট। সাহান আরাচ্চিগে নেন দুটি উইকেট।
আট দলের ইমার্জিং এশিয়া কাপে খেলা হচ্ছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপের অপর দুই দল আফগানিস্তান ও ওমান। ১৫ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭২ রানে হেরেছে ওমান।







