ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ ‘এ’ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল আফগানিস্তান। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল সঙ্গী হতো তাদের। সেমি নিশ্চিতের ম্যাচে লঙ্কানদের কাছে হেরে গেছে বাংলাদেশ-এ দল। টাইগারদের ১৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে শ্রীলঙ্কা-এ দল।
মাসকটে ওমান ক্রিকেট একাডেমিতে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬১ রান করে লঙ্কান দল। জবাবে ৭ উইকেটে ১৪২ রান তোলে আকবর আলীর দল। তাতে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হচ্ছে বাংলাদেশকে। অর্জন কেবল হংকংয়ের বিপক্ষে জয়। অন্যদিকে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন লঙ্কানরা। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে রানার্সআপ আফগানিস্তান।
আগে ব্যাটে নামা লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন পবন রত্নায়েক। ২৬ বলে ৪২ রান করেন।২১ বলে ৩৫ রান করেন লাহিরু উদারা, ২৫ বলে ৩০ রান করেন শাহান আরাচ্চিগে। যশোদা লঙ্কা ২১ বলে ২৩ রান করেন।
বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ও রেজাউর রহমান রাজা দুটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। ৩.৪ ওভারে ৪১ রানে উদ্বোধনী জুটি ভাঙে। ১০ বলে ২৪ রান করে আউট হয়ে যান ইমন। দলীয় ৫৯ রানে পেশিতে টান লেগে উঠে যান সাইফ হাসান। ২০ বলে ২৯ রান করেন।
সাইফ ফেরার পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। একে একে ফিরে যান নাইম শেখ (৮), আকবর আলী (৯), তাওহীদ হৃদয় (১২), শামীম হোসেন (৪), মাহফুজুর রহমান রাব্বি (৭), ও রাকিবুল হাসান (০)। পরে রেজাউর রহমান রাজাকে নিয়ে জয়ের আশা জাগান আবু হায়দার রনি। শেষ পর্যন্ত আর দলকে জেতাতে পারেননি। তিন ছক্কা ও এক চারে ২৫ বলে ৩৫ রান করেন। টাইগার ব্যাটারদের সর্বোচ্চ রানের ইনিংস এটি। রেজা ৬ বলে ৫ রান করেন।
লঙ্কানদের হয়ে দুশন হেমন্ত ৪ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট নেন।









