ভারতীয় বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার জেরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বুধবার এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন এবং হাসপাতাল ও উদ্ধারকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী মরিয়ম জানান, চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। সিভিল ডিফেন্স কর্মীদেরও কাজে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে মরিয়ম নওয়াজ বলেন, পাকিস্তান সেনাবাহিনীর পাশে দেশবাসী ঐক্যবদ্ধ। ভারত এই সংঘাত শুরু করেছে, কিন্তু শেষ করব আমরা। তিনি আরও বলেন, আমরা শান্তি চাই, তবে মর্যাদার সঙ্গে। যদি কেউ যুদ্ধ চাপিয়ে দেয়, তবে গোটা জাতি একসাথে প্রতিরোধ গড়ে তুলবে।
পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় বাহিনী বাহাওয়ালপুর, কোটলি, মুজাফফরাবাদ, বাগ ও মুরিদকে—এই পাঁচটি স্থানে বিমান হামলা চালিয়েছে, যেগুলোর সবই বেসামরিক এলাকা।
আইএসপিআরের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এসব হামলায় কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি—এগুলো সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর হামলা।
পাল্টা প্রতিরোধ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী দুধনিয়াল সেক্টরে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও একটি সামরিক চৌকি ধ্বংস করেছে বলে জানানো হয়। পাশাপাশি পাকিস্তান বিমানবাহিনী ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও নিরাপত্তা সূত্রে জানা গেছে।








