ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মচারীদের জন্য সপ্তাহে পাঁচ দিন অফিসে এসে কাজ করার পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি বাতিল করলে সরকারের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং করদাতাদের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হবে। তারা বলছেন, এভাবে অনেক ফেডারেল কর্মী পদত্যাগ করলে সরকারের খরচ কমানো সম্ভব হবে।
এনডিটিভি জানিয়েছে, ইলন মাস্ক এবং বিবেক রামস্বামীকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সরকারি ব্যয় পর্যালোচনা টাস্ক ফোর্সের নেতৃত্বের জন্য মনোনীত করেছেন। তারা দুজনেই ফেডারেল কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম নীতির অবসান করার প্রস্তাব দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালে লেখা একটি প্রবদ্ধে তারা উল্লেখ করেছেন, অফিসে পাঁচ দিন আসার বাধ্যবাধকতা থাকবে সকল ফেডারেল কর্মীদের। নাহলে তাদের পদত্যাগ করতে হবে।
এই দুজনেই জানিয়েছেন, যদি ফেডারেল কর্মীরা অফিসে আসতে না চান তবে আমেরিকার করদাতাদের উচিত নয় তাদেরকে বাড়িতে থাকার সুবিধার জন্য অর্থ প্রদান করা। তারা আরও লিখেছেন, এই প্রস্তাবটি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর মাধ্যমে বাস্তবায়ন করার পরিকল্পনা করা হয়েছে।
ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী এই নীতি ওয়াশিংটন ডিসি’র অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এই প্রস্তাবটি ফেডারেল এজেন্সির কর্মীদের মধ্যের শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে সংঘাত সৃষ্টি করতে পারে। যদি এই নীতি কার্যকরী হয় তাহলে সেখানকার সরকারি থেকে শুরু করে বেসরকারি কর্মী সকলেই প্রবল সমস্যায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে।









