ভারতের সাথে টুইটারের বিরোধিতার পর যুক্তরাষ্ট্রে তিনদিনের রাষ্ট্রীয় সফরের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেছেন টুইটার প্রধান ইলন মাস্ক। তবে বিরোধ চলাকালীন সময়ের অনেক পরে প্রতিষ্ঠানটি কিনে নিয়ে প্রধানের দায়িত্বে আসেন ইলন মাস্ক। সম্প্রতি মোদির সাথে বৈঠকের পর সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাবেক টুইটার প্রধান জ্যাক ডরসির ভারতের বিরুদ্ধে করা সাম্প্রতিক অভিযোগ এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের নানাদিক নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন টেক জায়ান্ট প্রতিষ্ঠান টুইটারের বর্তমান প্রধান ইলন মাস্ক।
২০২১ সালের প্রথম দিকে ভারতে কৃষক দাঙ্গা শুরু হয়। তখন টুইটার ব্যবহার করে এই সহিংসতাকে বাড়িয়ে তোলা হচ্ছে বলে অভিযোগ করে ভারত সরকার। এই অভিযোগের ভিত্তিতে প্রায় বারশো অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ জানিয়ে টুইটারকে চিঠি পাঠায় ভারত সরকার।
এছাড়াও ভারত থেকে টুইটারকে পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়ার হুমকিও দেয়া হয় এবং ভারতে বসবাসরত স্থানীয় টুইটার কর্মীদের বাড়িতে অভিযান চালানোর হুমকি দেয়া হয় বলে সম্প্রতি ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন তৎকালীন টুইটার প্রধান জ্যাক ডরসি।
ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে টুইটার প্রধান ইলন মাস্ককে জ্যাক ডরসির এই অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার মালিকানাধীন টুইটারের স্থানীয় সরকারকে অনুসরণ করা ছাড়া কোনও বিকল্প নেই। অন্যথায় এটি বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, বিভিন্ন ধরণের সরকারের জন্য বিভিন্ন নিয়ম রয়েছে, আমরা আইনের অধীনে যতটা সম্ভব স্বাধীন বক্তব্য প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করব।
টেসলা ভারতের বাজারে প্রবেশ করবে কিনা জানতে চাইলে মাস্ক জানান, তিনি আগামী বছর ভারত যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, আমরা কোনও ঘোষণা করতে চাই না তবে আমি মনে করি এটি ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিনিয়োগ হতে পারে। তিনি বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রীকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আশা করি আমরা দূরবর্তী ভবিষ্যতে বিশেষ কিছু ঘোষণা করতে পারব।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে টেসলার সিইও ইলন মাস্কসহ বিভিন্ন স্তরের বিশিষ্ট মার্কিন ব্যক্তিত্বদের সাথে দেখা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, অন্য যে কোনও বড় দেশের চেয়ে ভারতের প্রতিশ্রুতি বেশি এবং তিনি এর ভবিষ্যত সম্পর্কে আত্মবিশ্বাসী।







