বিলিয়নিয়ার উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই অ্যাপল ইনকর্পোরেটেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। মাস্কের অভিযোগ, আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি অ্যাপ স্টোরে র্যাংকিং ব্যবস্থাপনায় অ্যান্টিট্রাস্ট (প্রতিযোগিতা-বিরোধী) আইন ভঙ্গ করছে।
সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সোমবার (১১ আগস্ট) মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন,অ্যাপল এমনভাবে আচরণ করছে যাতে ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কোম্পানি অ্যাপ স্টোরে নাম্বার ওয়ানে আসতে না পারে। এটি একেবারেই স্পষ্ট অ্যান্টিট্রাস্ট লঙ্ঘন। এক্সএআই অবিলম্বে আইনি পদক্ষেপ নেবে।
যদিও মাস্ক এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এ বিষয়ে অ্যাপল, ওপেনএআই ওএক্সএআই কেউই এখনও সাড়া দেয়নি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপ স্টোরের ‘টপ ফ্রি অ্যাপস’ তালিকায় শীর্ষে রয়েছে চ্যাটজিপিটি। ইলন মাস্কের এক্সএআই-এর গ্রক রয়েছে পঞ্চম স্থানে, আর গুগলের জিমিনি চ্যাটবট রয়েছে ৫৭তম স্থানে। সেন্সর টাওয়ার-এর তথ্যমতে, গুগল প্লে স্টোরেও শীর্ষে রয়েছে চ্যাটজিপিটি।
অ্যাপলের ওপেনএআই -এর সঙ্গে অংশীদারিত্ব রয়েছে, যার মাধ্যমে আইফোন, আইপ্যাড ও মেক-এ চ্যাটজিপিটি সংযোজন করা হয়েছে।
সোমবার আরও একটি পোস্টে মাস্ক প্রশ্ন তুলেছেন— হে অ্যাপল অ্যাপ স্টোর, কেন আপনারা এক্স বা গ্রক —কোনোটিকেই ‘থাকতেই হবে’ এমন সেকশনে রাখছেন না, যখন এক্স বিশ্বের এক নম্বর নিউজ অ্যাপ আর গ্রক সব অ্যাপের মধ্যে পঞ্চম স্থানে? আপনারা কি রাজনীতি করছেন?
মাস্কের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন নিয়ন্ত্রক সংস্থা ও প্রতিদ্বন্দ্বীরা অ্যাপলের অ্যাপ স্টোর নিয়ন্ত্রণ নিয়ে বাড়তি নজরদারি চালাচ্ছে।
গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের এক বিচারক রায় দেন যে, অ্যাপল অ্যাপ স্টোরে প্রতিযোগিতা বাড়ানোর আদালতের নির্দেশনা ভঙ্গ করেছে এবং প্রতিষ্ঠানটিকে ফেডারেল প্রসিকিউটরদের কাছে অপরাধমূলক অবমাননার তদন্তের জন্য পাঠান। মামলাটি দায়ের করেছিল ফোর্টনাইট নির্মাতা এপিক গেমস।
এছাড়া, চলতি বছরের এপ্রিলেই ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট সংস্থা অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো (প্রায় ৫৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করে। অভিযোগ ছিল, অ্যাপল প্রযুক্তিগত ও বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করে অ্যাপ ডেভেলপারদের অ্যাপ স্টোরের বাইরে কম দামে সেবা দেয়ার সুযোগ থেকে বিরত রেখেছে, যা ডিজিটাল বাজার আইন লঙ্ঘন করে।









