যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে দায়িত্ব পালন করা ইলন মাস্ক সরকারি ব্যয় হ্রাস ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রকল্প ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
আজ (২৯ মে) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এই সংক্রান্ত একটি বিবৃতিতে মাস্ক বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। ডিওজির মিশন আমার অনুপস্থিতিতেও অব্যাহত থাকবে। এখন আমি ‘এক্স’, ‘টেসলা’ এবং ‘স্পেসএক্স’-এর মতো আমার কোম্পানিগুলোতে মনোযোগ দিতে চাই।
মাস্কের নেতৃত্বে ডিওজি প্রায় ২ ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাসের লক্ষ্য নির্ধারণ করলেও, এখন পর্যন্ত মাত্র ১৭৫ বিলিয়ন ডলারের সাশ্রয়ের তথ্য উপস্থাপন করতে পেরেছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের একটি বাজেট বিলকে কেন্দ্র করে মাস্ক প্রকাশ্যে সমালোচনা করেন। তিনি বলেন, বিলটি ডিওজির মিশনের পরিপন্থী এবং সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক। এই মন্তব্যের কিছুদিন পরই পদত্যাগ করেন তিনি।
ডিওজির প্রধান হিসেবে মাস্ক ১৩০ দিনের জন্য ‘স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি’ হিসেবে নিয়োজিত ছিলেন। তার দায়িত্বকাল শেষ হওয়ার কথা ছিল ৩০ মে। এই সময়ের মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।









