হৃদয়স্পর্শী একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে মুগ্ধতা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারীর গানে মুগ্ধ হয়ে তাকে স্নেহে জড়িয়ে ধরছে একটি হাতি। ভিডিওটি শেয়ার করেছেন থাইল্যান্ডের ‘সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা লেক চাইলার্ট।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, চাইলার্ট ধীরে ধীরে গান গাইছেন, আর হাতিটি যার নাম ফা মাই তাকে ভালোবেসে শুঁড় দিয়ে আলতো করে জড়িয়ে ধরছে।
চাইলার্ট জানান, তার গলায় গান শুনতে ভালোবাসে এই অভয়ারণ্যের হাতির দল। বিশেষ করে ফা মাই গান শুনে এতটাই আবিষ্ট হয়ে পড়ে যে, সে চাইলার্টকে কোথাও যেতে দেয় না। গানের সুরে যেন মুগ্ধ হয়ে থাকতে চায় আরও কিছুক্ষণ।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, প্রতিদিন দুপুরবেলা কিছুটা শান্তির সময়। গাছের ছায়ায় জড়ো হয় হাতির দল, আর এটাই আমার সুযোগ তাদের সঙ্গে নিরিবিলি সময় কাটানোর।
চাইলার্ট আরও জানান, গান শুধু হাতিদের আনন্দই দেয় না, বরং তাদের মনও নরম করে তোলে, করে তোলে আরও মায়াবী।
তিনি বলেন, হাতিদের প্রিয় মুহূর্তগুলোর একটি হলো, একসঙ্গে দাঁড়িয়ে আমার গান শোনা। বিশেষ করে ফা মাই যখন সে আনন্দে থাকে আর গান উপভোগ করে, তখন আমাকে কোথাও যেতে দেয় না। সে সবসময় কোনো না কোনোভাবে আমাকে আটকে রাখে, যতক্ষণ না আমি তার প্রিয় গানটি শেষ করি।
ভিডিওটি









