মারা গেছেন গুণী রবীন্দ্র সংগীতশিল্পী, সুরকার সাদী মহম্মদ। তিনি দেশের অন্যতম নৃত্যশিল্পী শিবলী মহম্মদের ভাই এবং ১৯৭১ সালে শহীদ মোহাম্মদ সলিম উল্লাহর পুত্র। সাদীর মৃত্যু সংবাদে শুধু সংগীত অঙ্গন নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের মাতম।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদী মহম্মদের মৃত্যু সংবাদ ছড়িয়ে যাওয়ার পর থেকেই শোক জানাচ্ছেন সাধারণ শ্রোতা দর্শক থেকে শুরু করে সংগীত, চলচ্চিত্র, নাট্যাঙ্গনের মানুষেরা…
কাওসার চৌধুরী, নির্মাতা
মহিতোষ তালুকদার তাপস, সুরসাধক
সুজিত মুস্তাফা, সংগীতশিল্পী
ফাহমিদা নবী, সংগীতশিল্পী
চয়নিকা চৌধুরী, নির্মাতা
পান্থ কানাই, মিউজিশিয়ান
অরুনা বিশ্বাস, অভিনেত্রী
কবির বকুল, গীতিকার
শতাব্দী ওয়াদুদ, অভিনেতা
স্বাধীন খসরু, অভিনেতা
রওনক হাসান, অভিনেতা
শরাফ আহমেদ জীবন, নির্মাতা ও অভিনেতা
এলিনা শাম্মী, অভিনেত্রী
তারেক আনন্দ, গীতিকার







