বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা নির্বাচন চায় না তাদের মনে রাখতে হবে জনগণের জন্যই নির্বাচন প্রয়োজন।
বুধবার (৯ জুলাই) রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দস ও অধ্যাপক ডা. সিরাজউদ্দিনকে দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
গণহত্যায় জড়িত প্রমাণ হলে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলীয় প্রধানসহ জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা উচিত।
এসময় মির্জা ফখরুল আরও বলেন, সবচেয়ে বড় গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি গণতন্ত্রের জন্যই কাজ করে যাবে।









