শুক্রবার (১৯ এপ্রিল) ভোটগ্রহণ শুরু হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের। দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ হবে। এদিন সকাল থেকেই সাধারণ মানুষের পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমার তারকারাও বুথে গিয়ে ভোট প্রদান করছেন।
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত, ধানুশ, বিজয় সেতুপতিসহ অনেকে।
জানা গেছে, সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান চেন্নাইয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দেন। অন্যদিকে অভিনেতা ধানুশ টিটিকে রোডের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে এবং বিজয় সেতুপতি কিলপাউকের চেন্নাই হাইস্কুলে ভোট দেন।
এছাড়াও আজ সকালে চেন্নাইয়ের থিরুভানমিয়ুর কেন্দ্রে ভোট দেন সুপারস্টার অজিত কুমার। এসময় তার পরনে ছিল ধবধবে সাদা রঙের পোশাক। বুথ থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে হাসিমুখে ক্যামেরাবন্দি হন এই তারকা। এছাড়াও শরৎকুমার, রাধিকা, শিবাকার্তিকেয়ার মতো তারকারাও সকাল সকাল নিজেদের ভোট প্রদান করেন।
১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। সাত দফার মধ্যে এই প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোটগ্রহণ চলছে। বাকি দফার ভোট হবে যথাক্রমে ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ মে (ষষ্ঠ দফা) ও ১ জুন (সপ্তম দফা)।
ভোট গণনা ৪ জুন। অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনচক্রের ব্যাপ্তিকাল ছয় সপ্তাহের বেশি। লোকসভার মোট আসন ৫৪৩টি। মোট ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮৬ লাখ।- ইন্ডিয়া টুডে







