জাহিদ হাসান: নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমেদের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের জান্নাতুল ফেরসৌদ আরা ঝুমা তালুকদারের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থীর আত্মীয়কে গ্রেপ্তার করেছে।
আজ ১ জানুয়ারি সোমবার ভোররাত সোয়া ২টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকবাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মোটরসাইকেলে থামিয়ে লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কিছু দুর্বৃত্ত। এতে স্বতন্ত্র প্রার্থীর সাতজন সমর্থক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও লোকজন তাঁদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর পর পুলিশ রাত সাড়ে তিনটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থীর আত্মীয় আবদুল কুদ্দুছ বাবুলকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই নৌকার প্রার্থী ও তার কর্মী সমর্থকরা আমার প্রচারে বাধা দেওয়া, পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচার যন্ত্র মাইক ফেলে দেওয়া, নির্বাচনী ক্যাম্প বসতে বাধা প্রদান, হুমকি-ধমকি, উস্কানিমূলক বক্তব্য, কর্মী সমর্থকদের ওপর হামলাসহ একের পর এক আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব বিষয় নিয়ে থানায় মামলাসহ সহকারী রির্টানিং কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনার পর আমি বাদী হয়ে থানায় মামলা করছি। এজাহারে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
এই ঘটনায় আহতরা হলেন-কলমাকান্দার বিষমপুর গ্রামের আনোয়ার ভূঁইয়া (২২), শিলার কাকুরি গ্রামের রাজু মিয়া (৪৫), মই পুকুরিয়া গ্রামের আবদুল গনি ভূঁইয়া (৫৫), মামুন ভূঁইয়া (২৪), মো. কামরুজ্জামান (৩৬), বেনুয়া গ্রামের জুলহাস মণ্ডল (৩৫) ও জুলহাস। জান্নাতুল ফেরদৌস আরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি এই আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের একমাত্র মেয়ে। দ্বাদশ নির্বাচনে অংশ নিতে তিনি দুর্গাপুর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
এই ব্যাপারে মুঠো ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে নৌকার প্রার্থী মোশতাক আহমেদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে সহকারী রির্টানিং কর্মকর্তা ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের দাবি প্রতিটি অভিযোগের বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।








