বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ইসির ওপর তারা আস্থা রাখতে চান, তবে কথা বেশি না বলে যেন কাজ বেশি করেন। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ মুক্ত পাখির মতো মন্তব্য করে তিনি বলেন, সংস্কারের জন্মদাতা বিএনপি।









