শেষ হয়েছে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ছয়টি রাজনৈতিক দল এবং দুজন স্বতন্ত্রসহ মোট আট প্রার্থী এই নির্বাচনে লড়ছেন। এ আসনে ভোট কেন্দ্র একশ’ ২৪ এবং ভোটার ৩ লাখ ২৫ হাজার। ভোট হয়েছে ব্যালটে এবং সব কেন্দ্রে ছিল সিসি ক্যামেরা।
নির্বাচন উপলক্ষে রোববার রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় সাধারণভাবে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে মহাসড়কগুলো এ নিষেধাজ্ঞার বাইরে ছিলো। এ ছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং জরুরি সেবার কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়।
গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনটি শূন্য হয়।







