বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আজও জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।
বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল থেকেই জেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। দাবি আদায়ের লক্ষ্যে তারা স্লোগান দেন এবং বিক্ষোভে অংশ নেন। একই দাবিতে জেলার নয়টি উপজেলার নির্বাচন অফিসের সামনেও চলছে একই ধরনের কর্মসূচি।
জেলা বিএনপির সমন্বয়ক এম.এ সালাম জানান, একতরফাভাবে সংসদীয় আসন বিলুপ্তির সিদ্ধান্তের বিরুদ্ধে তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও মতামত উপেক্ষা করে আসন বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশন (ইসি) বাগেরহাটের একটি সংসদীয় আসন বিলুপ্তির ঘোষণা দেয়। এরপর থেকেই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।









