আগামী এক বা দুই দিনের মধ্যে সুদের হার সাড়ে আট শতাংশ থেকে নয় শতাংশতে উন্নীত করার সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আগামী মাসে ১০ শতাংশ বা তার বেশি হারে বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সেই সঙ্গে সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে গভর্নর বলেন: তিন বছর বা তারও বেশি সময় লাগতে পারে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানান আহসান এইচ মনসুর।
এসময় তিনি জানান: বর্তমান অর্থনৈতিক অবস্থায় বাড়তি ৩ বিলিয়ন ডলারের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছেন তিনি।
যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদনের সময় বাংলাদেশকে তার মুদ্রানীতি কঠোর করতে এবং বিনিময় হার নমনীয় রাখতে বলেছিল।
এ ছাড়া বিশ্ব ব্যাংকের কাছে অতিরিক্ত ১.৫ বিলিয়ন ডলার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির কাছে ১ বিলিয়ন ডলার করে চাইছে বাংলাদেশ।
দেশের ব্যাংকিং খাত পরিষ্কার করা তার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে এ সময় জানান আহসান এইচ মনসুর।
তিনি বলেছেন: আর্থিক ব্যবস্থায় পরিকল্পিত ডাকাতি হয়েছে, যা ব্যাংকগুলোর বড় ধরনের ক্ষতি করেছে। সেই সঙ্গে শেয়ার বাজার ও বৃহত্তর অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলেছে। খেলাপি ঋণগুলো আসলে রীতিমতো ব্যাংক ডাকাতি। তারা টাকা নিয়ে সিঙ্গাপুর, দুবাই, লন্ডনসহ আরও কিছু জায়গায় পাচার করেছে। তাই আমাদের প্রথম প্রচেষ্টা হবে বিষয়টা নিয়ে কাজ করা এবং পাচার হওয়া অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করা।









