ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন ।
আজ (৩০ এপ্রিল) বুধবার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে কমিশনের সভা শুরু হয়।
বৈঠকে কক্সবাজার জেলার সব ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে তালিকাসমূহে কোনো রোহিঙ্গা শরণার্থী অন্তর্ভুক্ত থাকলে তা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হবে।
সভায় ৪ নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। এটি বর্তমান কমিশনের চতুর্থ কমিশন সভা।









