Advertisements
কেউ ভোট ডাকাতি করতে এলে সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ে দশ দলীয় নির্বাচনী জনসভায় তিনি বলেন, অন্য কোনো কার্ড নয় দেশের মানুষই তাদের কার্ড। বিপদের সময় দেশের মানুষকে ফেলে পালিয়ে যাবেন না তারা।








