বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন আগামী ৬ অক্টোবর। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল জানিয়েছে সংস্থাটি।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলতে ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টায় পরিচালক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় প্রকাশ করা হবে শীর্ষ দুটি পদের ফলাফল।
সরাসরি ভোটের পাশাপাশি বিশেষ বিবেচনায় পোস্টাল ও ই-ব্যালটে ভোট দিয়া যাবে। সেক্ষেত্রে প্রযোজ্য ভোটার বিসিবির ওয়েবসাইট থেকে ব্যালট সংগ্রহ করে ৬ অক্টোবর দুপুর দুটার মধ্যে বিসিবির ই-মেইলে অথবা মিরপুর শের-ই-বাংলায় বিসিবি কার্যালয়ে পৌঁছে দেবেন।
আগামী ২২ সেপ্টেম্বর বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকায় কোন আপত্তি থাকলে পরদিন আপিল করা যাবে। আপিলের শুনানি হবে ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিসিবি।
নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর। মিরপুরে বিসিবির রিটার্নিং কার্যালয় থেকে বিকেল ৫টার মধ্যে অফেরতযোগ্য ১০ হাজার টাকায় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় বেধে দেয়া হয়েছে।
২৯ সেপ্টেম্বর মনোয়নপত্র বাছাই শেষে তালিকা প্রকাশ করা হবে। পরদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শুনানি। ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। সেদিন দুপুর ২টায় প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
বিসিবিতে পরিচালক পদে লড়তে হলে আগে কাউন্সিলর হতে হয়। বিভিন্ন ক্যাটাগরিতে থাকা কাউন্সিলরদের ভোটে ২৫ জন পরিচালক নির্বাচিত করা হবে। পরিচালকদের ভোটে পরে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবে। গত কয়েকটি বিসিবি নির্বাচনে কাউন্সিলর সংখ্যা ছিল ১৭০ জন। এবার ভোটারের সংখ্যা বাড়তে পারে।









