দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচিত ১১ সংসদ সদস্য আগামীকাল ১০ জানুয়ারি শপথ নিবেন বলে জানানো হয়েছে। এর আগে আজ দুপুরেই নির্বাচিতরা ১০ জানুয়ারি শপথ নিবেন না বলে জানিয়েছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
আজ ৯ জানুয়ারী মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল শপথ নিবেন জাতীয় পার্টির নব-নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। তাছাড়া ১১ জানুয়ারি বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে আগামীকাল সকাল ১০ টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নব-নির্বাচিত সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন জাতীয় সংসদের বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।








