শেরপুরের শ্রীবরদীতে মাদ্রাসার চাঁদা তোলা নিয়ে মারপিটের ঘটনায় শ্রমিক দল নেতা লিটন মিয়ার পর এবার মারা গেলেন তার বড় ভাই শিক্ষক শরিফুল ইসলাম (৫২)।
ঘটনার ১৫ দিন পর ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ জহুরুল হক (৪৮) নামে একজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক মাদ্রাসার চাঁদা তোলা নিয়ে ২৪ আগস্ট সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীবরদী উপজেলার মালাকোচা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষ আলতাফ হোসেন শিরা ও তার লোকজনের হামলায় প্রতিবেশী রানীশিমুল ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি লিটন মিয়া (৪৩) নিহত ও তার আরও দুই ভাই শরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী শিক্ষক শরিফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিন ধরে চিকিৎসাধীন থাকা আহত শিক্ষক শরিফুল ইসলাম সোমবার সকাল ৭টার দিকে মারা গেছেন। এনিয়ে এই ঘটনায় দুইজনের মৃত্যু হলো।
এই ঘটনায় নিহতদের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, হামলায় লিটন মিয়া নিহতের পরপরই এলাকাবাসী ও স্বজনরা হামলা চালিয়ে আসামীদের বাড়ীঘর ভাংচুর এবং লুটপাটসহ অগ্নিসংযোগ করে।









