রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ‘একুশে পদক-২০২৪’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।
এরমধ্যে শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন পাচ্ছেন এই পদক। বিশেষ করে অভিনয়ে রাষ্ট্রীয় এই পুরস্কার পেতে যাচ্ছেন কিংবদন্তী অভিনেতা আলমগীর এবং গুণী অভিনেত্রী ডলি জহুর।
সংগীতের সাথে যুক্ত পাঁচ জনকে দেয়া হচ্ছে একুশে পদক-২০২৪। এরমধ্যে তিন জনকে দেয়া হচ্ছে মরণোত্তর। তারা হচ্ছেন জালাল উদ্দীন খাঁ, বিদিত লাল দাস এবং এন্ড্রু কিশোর। বাকি দুজন হলেন বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ এবং শুভ্র দেব।
নৃত্যকলায় এ বছর একুশে পদক পাচ্ছেন গুণী নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, চিত্রকলায় গুরুত্বপূর্ণ এই পুরস্কার পাচ্ছেন শাহজাহান আহমেদ বিকাশ। এছাড়া আবৃতিতে দুজনকে দেয়া হচ্ছে একুশে পদক। তারা হলেন খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী।







