মেয়েদের ফুটবলে অসামান্য অগ্রগতি ও অবদানের জন্য ক্রীড়ায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টানা দুবার নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে তাদের পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
২০২২ সালে সাবিনা খাতুনের নেতৃত্বে নেপালে প্রথমবার সাফল্য জেতে জাতীয় নারী দল। ২০২৪ সালে সাবিনার নেতৃত্বেই টানা দ্বিতীয়বার শিরোপা আসে, নেপালকে হারিয়ে সাফল্যের মুকুট ধরে রাখে কোচ পিটার বাটলারের শিষ্যরা। প্রথমবারের সফলতায় কোচ ছিলেন গোলাম রাব্বানি ছোটন।
ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দলকে ‘একুশে পদক-২০২৫’ দেয়ার সিদ্ধান্ত হয়েছে এবার। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।









