বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিজেদের ফসল উৎপাদনে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ারও তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় ৮ হাজার ৭শ’ ৩৯ কোটি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকে চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি।
সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বাড়ানো পর মূল্যস্ফীতি লাগামহীনভাবে বেড়েছে। বৈশ্বিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, অক্টোবর নাগাদ মূল্যস্ফীতির চাপ কিছুটা কমে আসবে। এসময় বিশ্ব বাজারে কমায় দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দেন তিনি।
পরে এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নির্মাণ, রক্ষণাবেক্ষণ ব্যয় ও আরামদায়ক সেবার তুলনায় মেট্রোরেলের নির্ধারিত ভাড়া বেশি নয়।
আর পরিকল্পনা সচিব জানান, ঘোষিত ভাড়ার পরও মেট্রোরেল থেকে লোকসান হবে সরকারের।








