বিপিএলে এবার নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ ম্যাচে হেরে শুরু, পরে ঘুরে দাঁড়াচ্ছে, টানা দুই জয়। সপ্তম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৯ রানে হারিয়েছিল। রোববার ঢাকা ক্যাপিটালসকে হারাল ৪১ রানে।
টসে জিতে আগে ব্যাটে নামে নোয়াখালী। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ গড়ে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দলটি। লক্ষ্য তাড়ায় নেমে ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করতে পারে ঢাকা।
আগে নেমে সৌম্য সরকার ৪৮, শাহাদাত হোসেন ৩, হাবিবুর রহমান সোহান ৪ রান করে আউট হন। চতুর্থ উইকেটে জুটি গড়েন বাবা-ছেলে, আফগান তরুণ হাসান ঈসাখিলের সঙ্গী হন তার বাবা তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন দুজনে। ১৩ বলে ১৭ রান করে ফেরেন নবী। ৭ চার ও ৫ ছক্কায় ৬০ বলে ৯২ রান করেন ঈসাখিল। জাকের আলি করেন ৮ রান।
ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।
জবাবে রহমানুল্লাহ গুরবাজ ১১, মোহাম্মদ মিঠুন ৩৩, শামীম হোসেন ২৯, সাব্বির রহমান ১৩, ইমাদ ওয়াসিম ৩ রান করেন। যা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
নোয়াখালীর হয়ে ইসানুল্লাহ, মেহেদী হাসান রানা, হাসান মাহমুদ এবং নবী ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন আবু জায়েদ।









