বোমা হামলার আশঙ্কায় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার এর তিনটি তলা খালি করা হয়েছে। সাইটটি পরিচালনাকারী সংস্থা এসইটিই বলেছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ ও পুলিশ একতলায় অবস্থিত একটি রেস্তোঁরাসহ আশেপাশের এলাকাটিতে তল্লাশি চালিয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্যারিসের তাক লাগানো আইফেল টাওয়ার দেখতে প্রায় প্রতিনিয়তই ভিড় জমে পর্যটকদের। আর এই আইফেল টাওয়ারে সপ্তাহান্তের ভিড় থাকে চোখে পড়ার মতো। এমনই এক সপ্তাহান্তের ভিড়ে আজ শনিবারে আইফেল টাওয়ারে ছড়িয়ে পরে বোমাতঙ্ক।

বোমাতঙ্কের পরপরই আইফেল টাওয়ার চত্বর থেকে সরানো হয় পর্যটকদের। ছুটির দিনের ভিড় তার ওপর আইফেল টাওয়ারের মতো বিখ্যাত এলাকায় বোমাতঙ্ক, সব মিলিয়ে চাঞ্চল্য ছড়ায় আশেপাশে। এই টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি আসে ফোনে। সাথে সাথেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।

কিছুদিন আগেই ফ্রান্সে দেখা গিয়েছিল দাঙ্গার বিধ্বংসী রূপ। তারপর আইফেল টাওয়ার ঘিরে এই বোমাতঙ্কের ঘটনা বেশ খানিকটা আতঙ্কের সৃষ্টি করেছে। তবে বোমাতঙ্কের খবর আসতেই পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং চিরুনি অভিযান চালায়।








