ভূমিকম্পে বিধ্বস্ত এশিয়ার দেশ থাইল্যান্ড। এমন পরিস্থিতির মধ্যেও দেশটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন মুসলমানরা।
সোমবার সকালে বিভিন্ন মসজিদে ঈদের জামাতে অংশ নেন তারা। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশীরাও। পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের প্রভাব পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও পড়েছে। সেখানে প্রাণহানির পাশাপাশি রাস্তাঘাট, বাড়িঘরসহ বেশকিছু স্থাপনা ধসে পড়েছে।









