রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই মসজিদে ঈদুল আজহার দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জুন সকাল সোয়া ১১টায় পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সোয়া ৭টায় পবিত্র ঈদ উল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শুরুর আগে পবিত্র ঈদ-উল-আজহার তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন মসজিদের খতিব। অন্যান্য বছরের মত এবারও মুসল্লিরা যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করতে পারেন তার জন্য রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








