সারাদেশে পশু কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদুল আযহা। আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে বিভিন্ন জেলায় লাখো মুসল্লির সমাগমে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।
বৃহস্পতিবার ২৯ জুন এশিয়া উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে। এবারের এ ঈদুল আজহার জামাতে মুসল্লিদের অংশগ্রহণের জন্য দু’টিবিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। ঠাঁকুরগাও ও পার্বতীপুর হতে ট্রেন দু’টি যাতায়াত করে। প্রায় ২২ একর জায়গার ওপর এ ঈদের জামাতে বৈরি আবহাওয়া সর্তেও দলে দলে সমাগম ঘটে প্রায় ২ লাখ মুসল্লির।
মাগুরায় সকাল ৮ টায় স্থানীয় নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ ক্রিকেটার সাকিব আল হাসান জামাতে নামাজ আদায় করেছেন।
পটুয়াখালীতে ঈদুল আজহা নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। খতিব ছিলেন মাওলানা মোহাম্মদ আবু সাঈদ। আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা পরিষদ চেয়রম্যান অ্যডভোকেট হাফিজুর রহমান,মেয়র মহিউদ্দিন আহমেদ মুসুল্লিদের সাথে নামাজ আদায় করেন।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৬তম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিতেও ঈদের নামাজে মুসল্লিদের ঢল দেখা যায়। বৃহস্পতিবার ২৯ জুন সকাল ৯টায় জামাত শুরু হয়। ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনরা ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। জামাতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।
চাঁদপুরেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আজ সকাল পৌনে ৮টায় স্থানীয় বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জমায়েতে ইমামতি করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বোরহান উদ্দীণ সিদ্দিকী। নামাজ শেষে দেশের শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। শহরের ৫০ টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কক্সবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে ঈদুল আজহা। কাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মওলানা সোলাইমান কাশেমী।








