Advertisements
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।তার মাঝে ঈদের দিন থাকছে একটি সিনেমা , দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
চলচ্চিত্র
ঈদুল আজহার দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে বাংলা চলচ্চিত্র ‘বাই সাইকেল ও ভালোবাসা’। পরিচালনায় শহীদুল আলম সাচ্চু। অভিনয়ে আরমান পারভেজ মুরাদ, সাদ নাওভি, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
টেলিফিল্ম
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রান্তর’। রচনা বদরুল আনাম সৌদ, পরিচালনায় আরিফ খান। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আব্দুর নুর সজল, জাকিয়া বারি মম প্রমুখ।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে টেলিফিল্ম ‘রাজপুত্র ও অপ্সরী’। রচনা ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, পারসা ইভানা, আবুল হায়াত, মাসুম বাশার প্রমুখ।
নাটক
ঈদুল আযহার দিন রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটক ‘চাঁদের হাট’। রচনা ও পরিচালনায় কে এম সোহাগ রানা। অভিনয়ে তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, মুনিরা মিঠু, ডা. এজাজ প্রমুখ।
এদিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটক ‘কদম’। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে সায়েদ জামান শাওন, তানিয়া বৃষ্টি, আবুল হায়াত প্রমুখ।
ছোটকাকু সিরিজের নতুন ধারাবাহিক ‘‘হবিগঞ্জের হরবোলা’
ফরিদুর রেজা সাগর এর ছোটকাকু সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হবিগঞ্জের হরবোলা’ দেখা যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এটি নাট্যরূপ ও পরিচালনায় আফজাল হোসেন।
কেকা ফেরদৌসীর ‘পূরবী ঈদ আনন্দ’
বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী’র উপস্থাপনা ও পরিচালনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পূরবী ঈদ আনন্দ’। এবারের অনুষ্ঠানের বিভিন্ন গেম শোতে অংশ নিবেন বিভিন্ন অঙ্গনের শিল্পীরা। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন সকাল ৯টা ৩০ মিনিটে।
রেজওয়ানা চৌধুরী বন্যার ‘একক সংগীতানুষ্ঠান’
ঈদুল আযহার দিন বিকেল ৫টা ৪০ মিনিটে প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান। প্রভাসে ধারণকৃত অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্র সংগীতের ৫টি গান পরিবেশন করেছেন। পরিচালনায় সোহেল রানা বিদ্যুত।









