ত্যাগের মহিমায় সারাদেশের জেলায় জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদযাপন করেন ইসলাম ধর্মাবলম্বীরা।
আজ ১৭ জুন সোমবার রাজধানীসহ দেশের সকল জেলায় বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। দিনটিতে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদের নামাজ আদায় শেষে সামর্থ্য অনুযায়ি পশু কোরবানি করছেন।
চাঁদপুরে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামাত পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, বাহাদুরপুর দরবার শরীফের পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, এডভোকেট ইকবাল বিন বাশারসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর ঈদের দ্বিতীয় জামাত চাঁদপুর সরকারি কলেজ মাঠে, জেলা পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জে উপমহাদেশে সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই ঈদ জামাতে ঢল নামে মুসল্লিদের। আজ সকাল ৯টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন জেলা মারকাজ মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান। ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনরা ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
রাঙ্গামাটিতে সকাল সাড়ে ৭টায় শহরের তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শহরের আরও ৬টি ঈদ গা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং মসজিদে মসজিদে এলাকা ভিত্তিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
পটুয়াখালীতে ঈদুল আজহার নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজে খতিব ছিলেন মাওলানা মো. আবু সাঈদ। পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ,শহরের গন্যমান্যরাসহ সর্বস্তরের মানুষ সেখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতীর কল্যান সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
আজ সকাল ৭ টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এখানে নামাজ আদায় করেন।

নরসিংদী জেলার সকল ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ সকাল ৮টায় ও সাড়ে ৮টায় জেলার প্রত্যেক ঈদগাহ মাঠে খুতবা পাঠ ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় ঈদুল আজহার নামাজ।সকালে চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এদিকে নরসিংদীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে গাবতলী জামেয়া কাসেমীয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে।

দিনাজপুরে দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ-উল-আজাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গোর-এ-শহীদ বড় ময়দানে এ জামাতে দূর-দূরান্ত থেকে অংশ নেয় প্রায় ৩ লাখ মুসল্লি। দূর-দূরান্তের মুসল্লিদের নামাজে অংশ গ্রহণে যাতাযাতের জন্য ছিলো দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা।ধনী-গরিব,উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে দিনাজপুরে এ ঈদের জামাত পরিনত হয় মুসল্লিদের জনসমুদ্রে। রূপ নেয় মিলন মেলায়। দেশ-জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে এ ঈদের নামাজে বিশেষ মোনাজাত করা হয়।
বরিশালে আজ সকাল ৮টায় নগরীর বান্দরোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ্ধসঢ়; ময়দানে ঈদুল আজাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রতিবছরের ন্যায় এবারও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম-এমপি, বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক মো.
শহিদুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নামাজ শেষে খুতবা পাঠ ও এরপরে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন নগরের কশাই মসজিদের পেশ ইমাম মাওলানা কাজী আব্দুল মান্নান।










