ঈদের মাস খানেক আগে থেকে শোনা যাচ্ছিল কোরবানির ঈদে মুক্তি পাবে দশটি সিনেমা! তখন থেকে সিনেমাগুলোর প্রচারণা করে আসছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু মুক্তির তিনদিন আগে তাদের ভোল পাল্টে গেল!
জানা গেল, দশটির মধ্যে ‘সিনেমা হল না পাওয়ায়’ তিনটি সিনেমা সরে গেছে, এবং আরেকটি ছবির শুটিং অসম্পূর্ণ থাকায় মুক্তি দেয়া সম্ভব হয়নি।
এ কারণে আসন্ন ঈদে প্রতিযোগিতার দৌড়ে থাকছে অন্তত ছয়টি সিনেমা! তারমধ্যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে রায়হান রাফী পরিচালিত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’। ইতোমধ্যে গান ও ফোরকাস্ট প্রকাশ করে বেশ আলোচনা তৈরি করেছে সিনেমাটি।
এরপরেই আছে মিঠু খান পরিচালিত আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তীর ‘নীলচক্র’, সঞ্জয় সমদ্দার পরিচালিত শরিফুল রাজ, মোশাররফ করিম, তাসনিয়া ফারিণের ‘ইনসাফ’, সানী সানোয়ার পরিচালিত আজমেরী বাঁধন, পূজা ক্রুজের ‘এশা মার্ডার’, আলোক হাসান পরিচালিত আদর আজাদ-পূজা চেরীর ‘টগর’, তানিম নূর পরিচালিত চঞ্চল চৌধুরী, জাহিদ হাসানসহ তারকাবহুল সিনেমা ‘উৎসব’।
ঘোষণা দিয়ে ছিটকে যাওয়া সিনেমাগুলো হচ্ছে, ফরহাদ হোসাইন পরিচালিত শ্যামল মাওলার ‘নাদান’, রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘গোয়ার’, রাখাল সবুজ পরিচালিত রোশান ও বুবলীর ‘সরদার বাড়ির খেলা’ (পূর্বের নাম ‘পুলসিরাত’)। শুটিং অসম্পূর্ণ থাকায় মুক্তি পাচ্ছে না অনিক বিশ্বাস পরিচালিত নিরব-ববির ‘শিরোনাম’।
‘তুফান’ সাফল্যের পর শাহরিয়ার শাকিলের প্রযোজনায় রায়হান রাফী ও শাকিব খান নিয়ে আসছেন ‘তাণ্ডব’। অ্যাকশন ধাঁচের এ ছবিটি মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে রমরমা ব্যবসা করবে এমনটা মনে করে সংশ্লিষ্টরা।
‘মুজিব একটি জাতীর রূপকার’র পর ‘নীলচক্র’ নিয়ে সিনেমা হলে আসছেন আরিফিন শুভ। অনেকের প্রত্যাশা, দুই বছর পর সিনেমা হলে এ ছবির মাধ্যমে আরিফিন শুভ কামব্যাক করবেন।
সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ অ্যাকশন ধাঁচের ছবি। এর মাধ্যমে মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিষিক্ত হচ্ছেন তাসনিয়া ফারিণ। ইতোমধ্যে সিনেমাটির প্রকাশিত টিজার নজর কেড়েছে।
একটি খুনের ঘটনা নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘এশা মার্ডার’। ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’র পর এ ছবি নিয়ে সিনেমা হলে আসছেন সানী সানোয়ার।
অ্যাকশন ধাঁচের ‘টগর’ দিয়ে রূপালি পর্দায় প্রথম মুক্তি পেতে যাচ্ছে নাট্য নির্মাতা আলোক হাসান পরিচালিত প্রথম ছবি।
‘কাইজার’ ওয়েব সিরিজ বানিয়ে সুনাম অর্জন করা তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। এই ছবিটিকে নির্মাতা ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতি বলছে, গত দুই দশক ধরে ঈদে শাকিব খানের সিনেমা চলে সবচেয়ে বেশি। অন্য সিনেমা সহজে টিকতে পারে না! এ কারণে অনেক ভালো সিনেমা ঈদ মৌসুমে মুক্তি দিতে এসে ক্ষতির মুখে পড়ে।
সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, প্রতিবার দশ-বারটি সিনেমা মুক্তির ঘোষণা দেয়া হয়। দেখা যায় পাঁচ থেকে ছয়টি সিনেমা মুক্তি পায়। ঈদের সময় সিনেমা নিয়ে আলোচনা বেশি হয়, এ কারণে হয়তো সবাই এই সময়ে ছবি মুক্তি দিতে চায়। দেখা যায়, অধিকাংশ ছবি ক্ষতির মুখে পড়ে। প্রযোজকদের এই অবস্থা পরিহার করতে হবে।
তিনি বলেন, প্রতিবার ঈদে শাকিব খানের সিনেমায় বেশি চাহিদা থাকে সিনেমা হলে। যারা প্রিয়তমা, তুফান, বরবাদ চালিয়েছে তারা ব্যবসা করেছে। অন্য সিনেমাও কমবেশি চলছে। কিন্তু শাকিব থাকলে কিছুটা নিশ্চিন্ত থাকা যায়। এবার ঈদেও প্রায় একশ আশির কাছাকাছি সিনেমা হল খোলা থাকবে, অধিকাংশ হলে শাকিবের ছবি চলবে।









