ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। যার ব্যতিক্রম হয় না তারকারদেরও মধ্যেও। সাধারণ আট দশজন মানুষের মতোই আয়োজন করে ঈদ উৎসব পালন করেন তারকারা।
এক্ষেত্রে বলিউডের তারকাদের নামও উল্ল্যেখযোগ্য। আর ঈদে বলিউডের নাম আসা মানেই বলিউডের ‘খান’দের নাম আসা। এই ‘খান’ বলতেই বহির্বিশ্বে আমির, সালমান কিংবা শাহরুখের নামেই যেন সবাই বলিউডকে চেনেন। প্রতিবছরই ‘খান ভক্তরা’ জানতে উৎসুক থাকে তাদের প্রিয় তারকারা ঈদে কী করছেন।
চলুন জেনে নেওয়া যাক এবছর ঈদে বলিউড তারকারা কে কী করছেন
সালমান খান
ঈদ মানেই সালমান খানের সিনেমা। আর তাই ঈদে সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ যেন একটু বেশি থাকে। সালমানও যেন তার ভক্তদের কোন ভাবেই নিরাশ করতে চান না। তাইতো এবারের ঈদেও আসছে সালমানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’।
তবে শুধু সিনেমা উপহার দিয়ে নয়, টুইটারে ভক্তদের উদ্দেশ্যে টুইট বার্তা দিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন সাল্লু। এতসবের বাইরেও ঈদ নিয়ে থাকে তার কিছু পরিকল্পনা। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব একটু বেশি নজরদারিতে রাখেন এ তারকা। মা-বাবা, ভাইদের নিয়েই থাকে পরিকল্পনার প্রধান অংশ।
তাই ঈদের দিন সকালটা বাবা আর ভাইদের নিয়ে নামাজ পড়েন তিনি। বাকিটা সময় পরিবারের সদস্যদের সঙ্গেই কাটান বলিউডের এ তারকা। এছাড়াও পরিবারের বাইরেও কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেন সালমান। এদিন বলিউডের অনেক তারকাই নিমন্ত্রিত থাকেন সালমানের বাড়িতে।
আমির খান
বলিউডের আরেক খান, আমির খানের ঈদ উদযাপন শাহরুখ ও সালমানের চেয়ে একটু আলাদা। খুবই সাদামাটা আর অনাড়ম্বরভাবে ঈদ উদ্যাপন করেন তিনি। দিনটি বিশেষ হলেও প্রতি বছর প্রায় একইভাবে ঈদ পালন করেন এই তারকা।
ঈদকে একেবারেই ব্যক্তিগত একটি অনুষ্ঠান হিসেবে উদযাপন করেন আমির। পরিবারের সদস্য আর হাতেগোণা কয়েকজন বন্ধুকে নিয়েই দিনটি কাটান তিনি। সকালে মুম্বাই জামে মসজিদে নামাজ পড়েই পরিবারকে সময় দেন আমির। ঈদের দিন তিনি সাধারণত শুটিংয়ের কাজ রাখেন না। স্ত্রী, ছেলেকে নিয়েই ঈদের দিন পরিকল্পনা থাকে তার। সন্ধ্যার পর আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেন আমির খান।
কারিনা কাপুর খান-সাইফ আলি খান
প্রতি বছরই জমকালোভাবে ঈদ উদযাপন করে পতৌদি পরিবার। পুরো পরিবার নিয়ে কারিনা কাপুর খান এবং সাইফ আলী খান ঈদ উৎসব উদযাপন করেন। নিজেদের মুম্বাইয়ের বাড়িতে একসাথে ঈদ উদযাপন করে দিনটিকে স্মরণীয় করে রাখেন তারা।
ফারাহ খান
ছোটবেলার ঈদের কথা মনে পড়লে ভীষণ নস্টালজিয়ায় ভোগেন নির্মাতা ও নৃত্য পরিচালক ফারাহ খান। ঈদের স্মৃতি নিয়ে তিনি বলেন, ‘আমার দাদি ঈদের আগের দিন বিরিয়ানি রান্না করতেন। সেই বিরিয়ানি তিন থেকে চারবার খেতাম। তার হাতের সেই বিরিয়ানি এখনো মিস করি, যেন তার হাতের স্বাদ, তার সেই ভালোবাসা এখনো আমাদের শরীরে মিশে আছে।’
ইমরান হাশমি
ঈদের দিনে ছেলে আয়ান এবং বাবার সাথে নামাজ পড়েন বলিউড তারকা ইমরান হাশমি। শৈশব থেকেই সকালের এই প্রার্থনা তাঁর হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে।
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্তও তার স্ত্রী মান্যতা দত্ত এবং সন্তান শাহরান এবং ইকরার সাথে ঈদ উৎসব উদযাপন করেন। পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটিয়ে তিনি প্রতি বছর দিনটিকে স্মরণীয় করে রাখেন।
সূত্র: বলিউড লাইফ








