দিন কয়েক পরেই ঈদুল ফিতর। দর্শকদের সাথে ঈদের এই আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১৩ টেলিফিল্ম।
টেলিফিল্মগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত:
ঈদের দিন
দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘জীবনের কাছে’। রচনা বিপাশা হায়াত, পরিচালনায় আরিফ খান। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ প্রমুখ।
এদিন বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম ‘নীল সুখ’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে মেহজাবীন চৌধুরী।
ঈদের ২য় দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘সেরা রূপসী’। রচনা মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে শ্বাশ্বত, রিয়ামনি, শম্পা রেজা প্রমুখ।
ঈদের ৩য় দিন
দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘স্বপ্ন দেখার দিনগুলো’। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ প্রমুখ।
এদিন ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘বুনোফুল’। রচনা ও পরিচালনায় রুবেল আনুশ। অভিনয়ে মনোজ প্রামানিক, মুফতুহা জান্নাত প্রমুখ।
ঈদের ৪র্থ দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘আই লাভ মেট্রোরেল’। রচনা ও পরিচালনায় কচি খন্দকার। অভিনয়ে শাহেদ, ললনা নুর, সোহেল খান, চাষী আলম, কচি খন্দকার প্রমুখ।
এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘ব্র্যান্ড নিউ জামাই’। রচনা ও পরিচালনায় অনিরুদ্ধ রাসেল। অভিনয়ে জাহের আলভী, সারওয়াত আজাদ বৃষ্টি প্রমুখ।
ঈদের ৫ম দিন
দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘শনির দশা’। রচনা বিদ্যুৎ রায়। পরিচালনায় এম এইচ রাসেল। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি, মুনিরা মিঠু প্রমুখ।
এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ঘরের বউ নিমপাতা’। রচনা মানস পাল। পরিচালনায় গোলাম হাবিব লিটু। অভিনয়ে মীর সাব্বির, জাকিয়া বারী মম প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ফাঁকি’। রচনা রিপন মাহমুদ। পরিচালনায় রাশেদ শামীম স্যাম। অভিনয়ে শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক প্রমুখ।
এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ছলচাতুরী’ দেখানো হবে। রচনা রাজিব আহমেদ। পরিচালনায় রিপন খান। অভিনয়ে আরশ খান, ফারিয়া শাহরিন প্রমুখ।
ঈদের ৭ম দিন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘হঠাৎ দেখা’। রচনা জহির করিম, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। অভিনয়ে তারিক আনাম খান, মাখনুন মাহিমা, কে এস রাভিন, সিয়াম নাসির প্রমুখ।
এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘আধা ঘণ্টা আগে’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, রিয়ামনি, সফল খান প্রমুখ।







