Site icon চ্যানেল আই অনলাইন

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম

Advertisements

দিন কয়েক পরেই ঈদুল ফিতর। দর্শকদের সাথে ঈদের এই আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১৩ টেলিফিল্ম।

টেলিফিল্মগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত:

ঈদের দিন
ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘সাহারা মরুভূমি’। রচনা ও পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে সাবিলা নূর, মিশা সওদাগর, শফিক খান দিলু প্রমুখ।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘উপেক্ষিত’। রচনা মামনুর রশিদ তানিম এবং পরিচালনা করেছেন আলোক হাসান। অভিনয়ে শাওন, সাফা কবির, আনন্দ খালেদ, শিখা মৌ প্রমুখ।

ঈদের ২য় দিন
মেজবাহউদ্দিন সুমনের রচনা ও অনন্য ইমনের পরিচালনায় টেলিফিল্ম ‘আপোষহীনা’। এটি প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। অভিনয়ে সাবিলা নূর, ইমন, ফখরুল বাশার, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

ঈদের ৩য় দিন
টেলিফিল্ম ‘দস্যু বনহুর’। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে তৌসিফ মাহবুব, তারিক আনাম খান, শহীদুল্লাহ সবুজ প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘উই আর সিক’। গল্প মোশাররফ করিম এবং পরিচালনায় সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, প্রভা, উজ্জল, জুঁই করিম প্রমুখ।

ঈদের ৪র্থ দিন
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দর্শক দেখবেন টেলিফিল্ম ‘মহাকালের ঠিক মাঝখানে’। আফজাল হোসেন, আফসানা মিমি অভনীত এটি রচনা করেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। এতে আরো অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম প্রমুখ।

একই দিন ৪টা ৩০ মিনিটে দর্শক দেখবেন টেলিফিল্ম ‘ভাই এখন হিসাব করে চলে’। রচনা আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা, শিল্পী সরকার অপু প্রমুখ।

ঈদের ৫ম দিন
টেলিফিল্ম ‘একশো এক টাকা’। রচনা নূরুল আলম আতিক এবং পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, শিল্পী সরকার অপু প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩৫ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘আজ আমাদের ছুটি’। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে আহসান হাবিব নাসিম, রওনক হাসান, নাজনীন হাসান চুমকি, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, শামস সুমন, প্রাণ রায়, মাজনুন মিজান, জামিল, রাশেদ মামুন অপু প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন
টেলিফিল্ম ‘দই ফুচকা’। রচনা মারুফ হোসেন সজীব এবং পরিচালনায় এল আর সোহেল। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান, মিলি বাশার প্রমুখ। প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে।

এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘সম্পর্কের আবর্তে’। রচনা ও পরিচালনা রাহাত কবির। অভিনয়ে মনোজ প্রামানিক, রুকাইয়া জাহান চমক, কচি খন্দকার, আইরিন আফরোজ।

ঈদের ৭ম দিন
টেলিফিল্ম ‘লাভ গিফট’। রচনা রাজিব মনি দাস এবং পরিচালনায় সবুজ খান। অভিনয়ে শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক, কচি খন্দকার, আতিকা আফসানা প্রমুখ। প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে।

এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘এসো শ্যামল সুন্দর’। রচনা ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে তৌকীর আহমেদ, তারিন জাহান, ফাহিম হোসেন, আবুল হায়াত প্রমুখ।

Exit mobile version