শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক ‘মাওয়া থেকে হাওয়া’।
বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, ঈদুল আযহার আগের দিন থেকে ঈদুল আযহার সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দর্শক ‘মাওয়া থেকে হাওয়া’ দেখতে পারবেন।








