ব্যবসায়িক লাভের আশায় ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির চর্চা বহু বছরের। বছর জুড়ে যেসব বড় আয়োজনের সিনেমা নির্মাণ হয়, সেগুলোর বেশিরভাগই দুই ঈদে মুক্তির টার্গেট থাকে। তবে সিনেমার সঙ্গে সংশ্লিষ্টদের বেশি নজর থাকে ঈদুল ফিতরকে কেন্দ্র করে।
রুপালী পর্দার শিল্পী, পরিচালক ও প্রযোজকদের কাছে গেল তিন বছর করোনার কারণে ঈদ উৎসব গেছে অনেকটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে। যদিও গতবছর ‘পরাণ’ ও ‘হাওয়া’ দুটি সিনেমাই প্রেক্ষাগৃহ থেকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে। এ বছর করোনা আতঙ্ক নেই। তাই আগামী এপ্রিলে ঈদুল ফিতরে সিনেমা ব্যবসাও চাঙা হওয়ার জোর সম্ভাবনা দেখা যাচ্ছে।
ঈদের বাকি আর দুমাস; এরই মধ্যে মুক্তির প্রস্তুতি ও প্রচারণায় নামছে কয়েকটি সিনেমা। চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। ঈদে মুক্তি পেতে পারে এমন সিনেমাগুলোর মধ্যে আছে- লিডার আমিই বাংলাদেশ, আগুন, লালশাড়ি, অন্তর্জাল, নূর।
এ তালিকায় নতুন করে যুক্ত হতে পারে অন্তরাত্মা, কিল হিম, প্রহেলিকা, ক্যাসিনো’র মতো আরও কয়েকটি সিনেমা। আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ নামে আরও একটি ছবি ঈদে মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত জানা যায় এটি মুক্তি দেওয়া হবে আগামী ঈদুল আজহায়।
আগামী ঈদে ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’ দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের। ‘লিডার’ মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত, ইতোমধ্যে সেন্সর ছাড়পত্রও লাভ করেছে। আরেক ছবি ‘আগুন’র পরিচালক বদিউল আলম খোকন জানান, ঈদে আসবে ‘আগুন’।
‘লিডার’ সামাজিক সচেতনতার অ্যাকশন ধাঁচের সিনেমা। পরিচালক তপু খান বলেন, আরও আগেই সিনেমার সবকিছু প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি। আমাকে নিশ্চিত করা হয়েছে ঈদেই ‘লিডার’ মুক্তি পাবে। ফেব্রুয়ারির মধ্যেই টিজার আসতে পারে। শাকিবের দর্শকরা তাকে নতুনভাবে পাবে উল্লেখ করে পরিচালক বলেন, সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সগুলোতেও এটি হবে উপভোগ্য সিনেমা। সেইসঙ্গে দেশের বাইরেও মুক্তি দেওয়া হবে।
‘লাল শাড়ি’ সরকারী অনুদানপ্রাপ্ত সিনেমা। এর মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখালেন অপু বিশ্বাস। পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, লাল শাড়ির ডাবিং চলছে। আমরা ঈদে মুক্তি দেব। উৎসবকে ঘিরে তাঁতপল্লীর মানুষের জীবনের গল্প আছে। তাই ‘লাল শাড়ি’ ঈদের সিনেমা হিসেবে উপযুক্ত।
দীপঙ্কর দীপনের সিনেমা ‘অন্তর্জাল’ ঈদে মুক্তি পাবে। ইন্টারনেট ও সাইবার যুদ্ধের ভাবনা থেকে নির্মিত ‘অন্তর্জাল’-এ অভিনয় করেছেন সিয়াম, মীম, সুনেরাহ, এবিএম সুমন। সবকিছুর পারফেকশনে তৈরির চেষ্টা করেছেন দীপন। ঈদে ‘অন্তর্জাল’ দর্শকদের টানতে সক্ষম হবে উল্লেখ করে দীপঙ্কর দীপন বলেন, এটি ওয়েল ব্যালেন্সড সিনেমা। বেশি মানুষের কাছে পৌঁছানো এবং বড় বাজেটের হওয়ায় ব্যবসায়িক চিন্তা থেকে ঈদে মুক্তি দেব।
পোড়ামন ২, পরাণ, দামাল বানিয়ে আলোচনায় আসা রায়হান রাফী পরিচালিত আরিফিন শুভ ও ঐশী অভিনীত সিনেমা ‘নূর’ ঈদে মুক্তি পেতে পারে। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। নির্মাণের সঙ্গে জড়িতদের ইচ্ছে, তারা আগামী ঈদে মুক্তি চান। কিছুদিনের মধ্যে সেই ঘোষণা আসবে।
অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে শুটিং এখনও শেষ হয়নি, বাকি আছে গানের শুটিংও। শিগগির কাশ্মীরে তারা শুটিংয়ে অংশ নেবেন তারা। জানা যায়, এমডি ইকবারের পরিচালনায় ঈদে মুক্তির লক্ষ্যে আগাচ্ছে ‘কিল হিম’। তবে নিশ্চিত মুক্তি পাবে কিনা সেটি চূড়ান্ত হয়নি।
দেশে স্টার সিনেপ্লেক্সের প্রায় ১৯টি স্ক্রিন চালু আছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতি জানায়, আগে ঈদের সিনেমা নিয়ে হল মালিকদের মধ্যে প্রতিযোগিতা চলতো। কে কত টাকায় বুকিং দেবে সেই প্রতিযোগিতা থাকতো। কিন্তু সেই চিত্র এখন আর নেই। বর্তমানে দেশে ৭০টির মতো সিঙ্গেল স্ক্রিন চালু আছে। ঈদ মৌসুমে ৫০টির মতো বন্ধ সিনেমা হল আবার চালু হবে। সবমিলিয়ে দেড়’শ-এর মত সিঙ্গেল স্ক্রিন আগামী ঈদুল ফিতরে চালু থাকতে পারে।







